বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘মানুষ যা স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ আওয়ামী লীগ তা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে।’

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের ফাঁসির রায় কার্যকর করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে। উন্নয়নের ক্ষেত্রে বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে। মানুষ যা স্বপ্নেও ভাবেনি নিজস্ব অর্থায়নে সেই স্বপ্নের পদ্মা সেতুর কাজ অনেকটাই সম্পন্ন করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় মহাকাশে উড়ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহের কাজ চলমান রয়েছে। মেগা প্রকল্প সমূহ যেমন বাস্তবায়ন হচ্ছে একইভাবে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ অবশ্যই একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
উপাচার্য এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারারোপণ করেন। সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিজ নিজ বিভাগ ও অফিসসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।
এসব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, অধ্যাপক ডা. মাসুদ প্রমুখ অংশ নেন।