করোনায় রাজধানীর অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংগঠন হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)। রোববার (১ আগস্ট) হাজারীবাগ, উত্তরা ও গুলিস্তান এলাকায় স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এইচএসএফের চেয়ারম্যান এম এ মুকিত বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধিরোধে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া সবকিছুই রয়েছে বন্ধ। ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। হুমকির মুখে অর্থনীতি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি ও বিআইজিডির এক গবেষণা অনুযায়ী করোনার কারণে দেশে নতুন করে দরিদ্র হয়েছে দুই কোটি ৪৫ লাখ মানুষ। আর গ্রামের তুলনায় শহরে বেড়েছে দরিদ্রের সংখ্যা। অসহায় এসব দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উল্লেখ্য, কঠোর বিধিনিষেধের সময় এর আগেও দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রীসহ সুরক্ষাসামগ্রী বিতরণ করে এইচএসএফ।