শনিবার, সমগ্র ফ্রান্স জুড়ে বিভিন্ন শহরে ২.৩০.০০০’র বেশি জনগণ স্বাস্থ্যকর্মীদের জন্য ভ্যাকসিন এবং জন সাধারণের জন্য ব্যবহার্য্য স্বাস্থ্য পাশসহ করোনা ভাইরাসের প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে বিক্ষোভে শামিল হনI

.৪ সপ্তাহ ধরে চলতে থাকা বৃহৎ আকারের এসব সমাবেশ ও মার্চ অনুষ্ঠিত হয়েছে প্যারিস, নিস্, মন্টপেলিয়ের এবং লিওন শহরেI বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছোড়া হলে, পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেI এসব বিক্ষোভ ফ্রান্সের বাম কট্টরপন্থী বিশৃংখলাকারী ও কট্টরপন্থী জঙ্গিদের একত্রিত করেছেI
স্বাস্থ্য নিষেধাজ্ঞা অনুযায়ী, স্বাস্থ্য কর্মীদের ১৫ই সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন নিতে হবে, অন্যথায় তাদের বরখাস্ত করা হবেI প্যারিসে প্রতিবাদে অংশগ্রহণকারী মনোরোগ বিশেষজ্ঞ, ডায়ান হেকিং রয়টার মাধ্যমকে জানান, “জোর করে টিকা নিতে বাধ্য করার চাইতে, আমি বরঞ্চ বেতন চাই না”I