নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় আজ ২৮তম দিনে নতুন বই এসেছে ৭৬টি। এ নিয়ে এবার মেলায় মোট নতুন বই এলো ৩ হাজার ৩টি। এর মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। মোট ৯৪০টি। সোমবার (১৪ মার্চ) রাতে বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে জানা যায়, বইমেলায় আজ ৭৬টি নতুন বই এসেছে। সব মিলিয়ে এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩টি। এসব বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ৯৪০টি কবিতার বই। এছাড়া, উপন্যাস ৪৪১টি, গল্প ৪০৭টি ও প্রবন্ধের বই ১৬৪টি।
মেলায় খোঁজ নিয়ে জানা গেছে, এবারের মেলায় কবিতার বই বেশি এলেও বেশি বিক্রি হচ্ছে উপন্যাসের বই।
অন্য প্রকাশের বিক্রয় প্রতিনিধি আতাউর রহমান বলেন, নতুন লেখকের কিছু বই বেশ ভালো বিক্রি হচ্ছে। তবে আমাদের এখানে সবসময়ই হুমায়ূন আহমেদের বই বেশি বিক্রি হয়।
এদিকে, মেলার আরো ৩ দিন বাকি। প্রতিবার ৪ থেকে ৫ হাজার নতুন বই এলেও এবার সেই তুলনায় কিছু কম বই এসেছে।