ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা ৯ মৃত্যু, শনাক্ত ১০৬

350
Tanim Tv
জুন ২৭, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ কোনমতেই কমছে না। সেই সাথে মৃত্যুহারও। করোনা ইউনিটে প্রতিদিন ভর্তির তালিকাও কম নয়। জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা পজিটিভ। শনাক্তের হার ৪১ দশমিক ২৫ শতাংশ। গতকালে তুলনায় আজ শনাক্তের হার কিছুটা কম। গতকাল ছিল ৫০ শতাংশ।

গত এক সপ্তাহে জেলায় ৭৮১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনাক্তের গড় হার ৫৭ দশমিক ২৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩ জন আর মৃত্যু হয়েছে ৯৪ জনের।

এদিকে করোনার সংক্রমণ অধিকহারে বৃদ্ধি যাওয়ায় গত ২০ জুন চুয়াডাঙ্গা সদর পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়। গতকাল ছিল শেষ দিন কিন্তু করোনার সংক্রমণ না কমায় সদর পৌরসভা ও পার্শ্ববর্তী আলুকদিয়া ইউনিয়নে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া জেলার দুই সীমান্তবর্তী উপজেলায় চলছে লকডাউন। গত ২৩ জুন থেকে জীবননগরে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। আজ তার পঞ্চম দিন। আর গত ১৫ জুন দামুড়হুদা উপজেলার ১৪ দিনের লকডাউনের আজ ১৩তম দিন। এ সব জায়গায় কঠোর লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৬ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬ জন, বাসায় আইসোলেশনে আছেন ৮৬৬ জন ও রেফার্ড করা হয়েছে ৪ জনকে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৯৪ জনের। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com