ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

১৮টি সাজা ও ৩০টি গ্রেফতারী পরোয়ানাসহ দুই ভাই গ্রেফতার

350
Tanim Tv
আগস্ট ৩১, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান নিজস্ব প্রতিনিধি :- নরসিংদীতে ১৮ টি সাজা ও ৩০ টি গ্রেফতারী পরোয়ানাসহ দুই ভাই মানসুর ও মাসুদকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। ৩১ আগস্ট মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিফ্রিংকালে সহকারী পুলিশ সুপার ( প্রশাসন) এনামুল হক সাগর বলেন :- আসামী মানসুর (৩২) এবং মাসুদুর রহমান নুর@ মাসুদুর রহমান @ মাসুদ@ মাসুদ বিন মাসুদ(৩৭), উভয় পিতা- মাহমুদুল হাসান মাদানী, সাং-পূর্ব ব্রাহ্মন্দী (মদিনা ভিলা), থানা ও জেলা-নরসিংদীদ্বয়ের বিরুদ্ধে ২০১১ সাল হতে ২০২১ সাল পর্যন্ত নরসিংদী মডেল থানায় বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড সম্বলিত ১৮টি সাজা গ্রেফতারী পরোয়ানা এবং ১২টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল।
দীর্ঘদিন যাবৎ নরসিংদী মডেল থানার একাধিক দল আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পুলিশ তাদের বর্তমান অবস্থান উদঘাটন করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবত ঢাকায় আত্মগোপন করে ছিল। অদ্য ৩১/০৮/২০২ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শাহেদ আহমেদ এর তত্ত্বাবধানে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ  সওগাতুল আলম, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ হারুন অর রশিদ এর সহযোগিতায় এসআই ফয়জুল হাকিম খান ও এএসআই মোঃ মাসুদ রানা ঢাকার পল্লবী থানা এলাকা হতে মানসুর ও মাসুদ কে রাত্র ০২.৩০ ঘটিকায় গ্রেফতার করে।
তারা দুই সহোদর দীর্ঘদিন যাবত ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণ এর আড়ালে মানুষের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাৎ-এ লিপ্ত ছিল। মানসুরের নামে ১০টি সাজা পরোয়ানায় ৯ বছর ৬ মাস কারাদন্ড ও ১ কোটি ৩ লক্ষ টাকা অর্থ দন্ড এবং মাসুদের নামে ৮টি সাজা পরোয়ানায় ৬ বছর কারাদন্ড এবং ১ কোটি ১০ লক্ষ টাকা অর্থদন্ড রয়েছে। এছাড়াও মানসুরের নামে ৯টি গ্রেফতারী পরোয়ানা এবং মাসুদের নামে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আসামীদ্বয়কে গ্রেফতারের ফলে নরসিংদী মডেল থানায় দীর্ঘদিনের মূলতবী ৩০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা সম্বভপর হলো। তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার  কাজী আশরাফুল আজীম, পিপিএম,মহোদয়ের নেতৃত্বে নরসিংদী জেলা পুলিশ গ্রেফতারী পরোয়ানা, বিট পুলিশিং, অপরাধ নিয়ন্ত্রণ ও দমন সহ মানবিক পুলিশিং এর মাধ্যমে নরসিংদীবাসীকে কাঙিক্ষত সেবা প্রদানে বদ্ধ পরিকর।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com