নারায়ণগঞ্জের কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় গ্যাসের রাইজারে আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভোরের কোনো এক সময় স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই ৫ শ্রমিক দগ্ধ হন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক (২) মোহাম্মদ তানহারুল ইসলাম।
অগ্নিদগ্ধরা হলেন- বশির, মেহেদী, আলম, নাসির ও হেভেন চাকমা।
মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, ভোরে কারখানাটির গ্যাসের রাইজারে আগুন লাগার সংবাদে আমরা গিয়ে আগুন নেভাই। দগ্ধ পাঁচজনকে প্রথমে আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে থেকে তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।
এ ব্যাপারে কথা বলতে কারখানার কাউকে পাওয়া যায়নি।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com