সিলেট–৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৪ সেপ্টেম্বর।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে গত ২৮ জুলাই এ উপনির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। তবে করোনা মহামারির কারণে কয়েক দফা পেছানো হয় ভোটগ্রহণ। সবশেষ এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।
১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের শর্ত ৪ অনুসারে পদ শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিনের মধ্যে শূন্য পদ পূরণ করার বাধ্যবাধকতা আছে।
তবে দৈবদুর্বিপাকের কারণে যদি এ ৯০ দিনের মধ্যে নির্বাচন করা না যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। সে অনুসারে এ নির্বাচন করার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছে কমিশন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com