ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯

350
Tanim Tv
এপ্রিল ২৭, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ যোদ্ধা নিহত হয়েছেন; যাদের মধ্যে পাঁচ সিরীয় সৈন্য রয়েছে। চলতি বছরে দেশটিতে এটিই ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি গোলাবারুদ সংরক্ষণাগার এবং বেশ কয়েকটি স্থাপনা ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল।

সিরিয়ার সরকার বিমান হামলায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, বুধবার ভোরের দিকে ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে… দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করা হয়েছে।

‌‌‘তদন্তে চার সৈন্য নিহত, অন্য তিনজন আহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। সানা বলেছে, এর আগে গত ১৪ এপ্রিল দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে ওই হামলায় কোনো হতাহত হয়নি।

সিরিয়ার প্রত্যেকটি অঞ্চলে সূত্রের বিশাল নেটওয়ার্ক রয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। সংস্থাটি বলেছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া অন্য চারজন নিহত হয়েছেন, যারা সিরিয়ান সৈন্য নন। তবে তারা ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সদস্য।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, নিহতদের জাতীয়তা যাচাই করতে পারেননি তিনি। সর্বশেষ ইসরায়েলি এই হামলায় সিরিয়ার অন্তত পাঁচটি স্থান টার্গেট করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি বলেছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com