সরকারিভাবে কেনা চীনের সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকার চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএমসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকসহ স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিমানবন্দর থেকে টিকার চালান বুঝে নেন।
ডা. শামসুল হক জানান, সরকারিভাবে ক্রয়চুক্তির আওতায় ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা এসেছে। টিকাগুলো এয়ারপোর্ট থেকে ফ্রিজারভ্যানে করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টিকা সংরক্ষণাগারে নেয়া হয়েছে।
এর আগে চীন থেকে ২০ লাখ করোনাভাইরাসের টিকা দেশে আসছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com