নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনার তদন্তে সিআইডিকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সাফারি পার্কে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পরিবেশ সচিব আরও জানান, মৃত প্রাণীগুলোর ফরেনসিক পরীক্ষা করবে সিআইডি।
এছাড়া, মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে প্রাণিসম্পদ বিভাগের ৩ জন প্রতিনিধিকে যুক্ত করা হবে বলেও জানান সচিব।
পরিদর্শনের পর সাংবাদিকরা নানান প্রশ্ন করলেও তদন্ত কমিটি গঠনের খবর ছাড়া তেমন কোনো তথ্যও দিতে পারেননি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
উল্লেখ্য যে, গত এক মাসে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও ১টি সিংহের মৃত্যু হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com