আব্দুস সামাদ, সাতক্ষীরা প্রতনিধি: সাতক্ষীরা পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল।
নিহত যুবক সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মহিবুল্লাহ (৪২) । তিনি সদর উপজেলার মাছখোলা গ্রামের দ্বীন আলীর ছেলে।
রোববার (২২ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও আরো একজনসহ তিনজন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়।
পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১১ টারদিকে নিখোঁজ মহিবুল্লার মরদেহ উদ্ধার করেছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com