ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

সহজেই টিকা মিলছে তেজগাঁও ইএনটি হাসপাতাল কেন্দ্রে

350
Tanim Tv
আগস্ট ৯, ২০২১ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁও ইএনটি হাসপাতাল কেন্দ্রে সহজেই পাওয়া যাচ্ছে করোনার টিকা। দীর্ঘ সারির কোনো চাপ নেই। নেই কোনো ভোগান্তি। টিকাগ্রহীতা এসেই ৫-৭ মিনিটে টিকা দিয়ে চলে যেতে পারছেন।

সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁও ইএনটি হাসপাতাল কেন্দ্র ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

এখানকার দায়িত্বে নিয়োজিত জাকারিয়া  জানিয়েছেন, এদিন তাদের কাছে সিনোফার্মের ৫০০টি, এস্ট্রাজেনেকার ১০০টি ও মডার্নার ১০০০টিসহ মোট ১৬০০ টিকা আছে। তারা সকাল সাড়ে ৮টা থেকে টিকাদান শুরু করেছেন, যা চলে দুপুর ১টা পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন স্পটগুলোতে দীর্ঘ সারি চোখে পড়লেও এই কেন্দ্রে তেমন চাপ ছিল না। সকাল থেকেই শুরু করায় এটি সম্ভব হয়েছে বলেও জানান স্বেচ্ছাসেবক এস এম সাদিক।

তবে, এই কেন্দ্রে অনেকেই এসে ফিরে গেছেন, যাদের এসএমএস আসেনি বা নিবন্ধন করতে পারেন না। নাফিদুজ্জামান নামের একজন টিকা গ্রহণে ইচ্ছুক জানান, গত মাসের ২৮ তারিখে নিবন্ধন করেছি এখনো এসএমএস আসেনি। অথচ ৩০ তারিখে নিবন্ধন করেও এসএমএসে পেয়েছে অনেকে।

সাগর নামের একজন এ বছরের ১২ জুলাই নিবন্ধন করেছেন। তিনিও এখন পর্যন্ত এসএমএস পাননি।

স্বেচ্ছাসেবক এস এম সাদিক জানান, ১১ তারিখে যারা নিবন্ধন করেছেন আজকে তারা মেসেজ পেয়েছেন।

স্পট থেকে জানা গেছে, টিকা পর্যাপ্ত থাকলে এসএমএস ছাড়াও নিবন্ধিতদের দিয়ে দেয়া হয়। তবে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হয় না।

তবে এদিন দুপুর একটার মধ্যেই বরাদ্দকৃত টিকা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com