গত জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর এবারই প্রথম প্রচারণা সমাবেশে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় ফিরে আবার তিনি গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার ক্ষোভ প্রকাশ করলেন। নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও তুলে ধরলেন তিনি। সেই সাথে সমর্থকদের বললেন, আগামী বছর রিপাবলিকান পার্টিকে কংগ্রেসে সংখ্যাধিক্য অর্জনে কাজ করতে।

শনিবার (২৬ জুন) ওহাইও অঙ্গরাজ্যে সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প। এদিন সমাবেশে ট্রাম্প উপস্থিত হন মূলত ম্যাক্স মিলারকে সমর্থন করতে। হোয়াইট হাউসে মিলার ছিলেন ট্রাম্পের সহকর্মী। মিলার মূলত কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্থনি গঞ্জালেজের আসনকে চ্যালেঞ্জ করছেন।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে যে ১০ জন রিপাবলিকান প্রতিনিধি সদস্য ভোট দিয়েছিলেন তার মধ্যে গঞ্জালেজ একজন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন।
ওহাইওতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আবার প্রতিনিধি পরিষদে সংখ্যাধিক্য অর্জন করব, আবার সিনেটে সংখ্যাধিক্য অর্জন করব, আবার আমেরিকা শাসনের দায়িত্বভার নেব। আর এটা খুব দ্রুতই হবে