মোঃ আহসান উল্লাহ, কিশোরগঞ্জ প্রতিনিধি :দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার (৭ জুন) সৈয়দ
নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র
আন্দোলনের সাধারণ সম্পাদক আবু নাঈম।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন জেলা নেতৃবৃন্দ।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক
মোঃ আবু হানিফ, প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহহ বিন ফরিদ, তথ্য গবেষণা ও
প্রচার সম্পাদক ত্বোয়াসিন বিন মুজিব, প্রকাশনা সম্পাদক মাসুম আহমাদ
বিশ্ব বিদ্যালয় বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক
তানভীর আহমাদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক
অধিকার রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্যপূর্ণ হচ্ছে শিক্ষা । কিন্তু আজ সেই শিক্ষার
অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষার্থীরা অন্ধকার জগতে পা বাড়াচ্ছে। পাড়ায় পাড়ায়
কিশোর গ্যাং তৈরি হচ্ছে, লিপ্ত হচ্ছে নানান অপকর্মে। অভিভাবকেরা তাদের সন্তানের
ভবিষ্যত নিয়ে চিন্তিত। তাই সরকারের কাছে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে
দেয়ার দাবী জানাই।