কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদেরকে এ স্বীকৃতি দেয়া হয়। বিষয়টি যৌথ ভাবে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা পদক প্রদান জেলা বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া।
চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে পদোন্নতি নিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দেন ৩৪তম বিসিএস কর্মকর্তা মো. আজিজুর রহমান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দোয়া করবেন দেশ ও জাতির কাছ থেকে পাওয়া সম্মানের প্রতিদান যেন দিতে পারি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ বলেন, যতদিন বেঁচে থাকি এবং থাকবো ততদিন দেশ ও জাতির জন্য কাজ করে যাব। তবে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কাজ করতে পারলে পুরো জাতির জন্য কাজ করা হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com