নিজস্ব প্রতিবেদক: আজ পহেলা আগস্ট বাঙালি জাতির ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের কলঙ্ক-লিপ্ত আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা সপরিবারে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অকুতোভয়। নৈতিকভাবে ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী।

নীতিতে ছিলেন অটল। সততায় ছিলেন ভরপুর। রাজনৈতিক আদর্শে ছিলেন অবিচল। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এমনকি, মৃত্যুকেও তিনি কোনোদিন ভয় পাননি। ভয় পাননি জেল জুলুমকে। নিজের কথা, পরিবার পরিজনের কথা ভাবেননি। ভেবেছিলেন শুধু দেশের কথা। দেশের মানুষের কথা। বাংলাদেশ ও বাঙালির কথা। পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন। মহান আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুণ।
আমীন।
মোঃ সরওয়ার হোসাইন সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ গণ আজাদী লীগ। (১৪ দলের শরিক)