আশিকুর রহমান নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গত ১১ জুন ২০২১ খ্রি: শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ সরকার এর ব্যক্তিগত উদ্যোগে তার নিজস্ব অস্হায়ী রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন :- নরসিংদী জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মো. মন্জ্ঞুর, আলোকবালি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু, শহর তাঁতীলীগের আহবায়ক হিরু সরকার, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাঈল মাস্টার, নজরপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি সেলিম মিয়া, যুবলীগ নেতা বাহাউদ্দীন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, শহর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক বন্যা ভূঁইয়া, শহর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আশিকুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দত্তপাড়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আসাদুল্লাহ।