বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নদীতে তীব্র স্রোত ও প্রবল বাতাস রয়েছে। সকাল থেকে থেমে থেকে ফেরি চলাচল করছিল। নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যে সাতটি ফেরি চলাচল করছিল সেগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। বহরের বাকি ফেরি গুলোও নোঙর করা রয়েছে। আবহাওয়া ভালো হলে ফেরি চলাচল শুরু হবে।’
এদিকে ফেরি বন্ধের পর থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা শতশত যাত্রী ও যানবাহন আটকা পড়েছে। শিমুলিয়াঘাটে দেড় শতাধিক ও বাংলাবাজার ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com