আশিকুর রহমান: নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ত্রিমোহনী মোড় হতে শাষপুর শহীদ মিনার ( ঢাকা-সিলেট) প্রায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তাটির বেহাল দর্শা। সড়কটিতে চলাচলে সম্পূর্ণ অযোগ্য।

পুটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার কাজী তারিকুল ইসলাম বলেন পুটিয়া ইউনিয়নের ত্রিমোহিনী হতে শাষপুর শহীদ মিনার পর্যন্ত রাস্তাটি রোডস্ এ হাইওয়ের। উক্ত সড়কটির বিষয়ে রোডস্ এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ অবগত আছেন। তাদের কে বারবার তাগাদা দেওয়া শর্তেও তারা রাস্তাটি মেরামত করছেনা।
এতে করে রাস্তায় যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গত ২২ অক্টোবর শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় ত্রিমোহিনী মোড়ে হতে শাষপুর শহীদ মিনার পর্যন্ত সড়ক ও জনপথের আঞ্চলিক সড়টিতে বিভিন্ন স্হানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে অযোগ্য পড়ে। এতে করে যাত্রী ও পথচারীরা বিপাকে পড়ে।
প্রতিদিনই উক্ত সড়কটিতে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা যায়। স্হানীয় এলাকাবাসী মনে করেন, পুটিয়া ইউনিয়নের একমাত্র আঞ্চলিক সড়ক ত্রিমোহিনী- শাষপুর সড়কটি দ্রুত মেরামত করে জনগনের দুর্ঘব লাঘব করবে বলে আশা করেন।