রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মো. শাহজালাল (৩২), মো. ওলিউল্লাহ (৩৩), মো. ওমর ফারুক (৩৮) ও মো. আলমগীর মিয়া।
শুক্রবার (২৮ মে) রাতে মালিবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক শাহজালালের বিরুদ্ধে, খুন, ডাকাতি ও মাদকসহ থানায় ১১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com