মোঃ আমিরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ নং গালা ইউনিয়নের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক তরুণ জননেতা মোঃ আবুল হোসেনের সমর্থনে শুক্রবার বিকেলে গালা ইউনিয়নে বণিয়া প্র্যাথমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কতৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গালা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন, আসন্ন ইউ পি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, তরুণ যুবলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী, মৃত্যু এস পি ফজলুল হক এর ছেলে, সাবেক আইন সচিব এর ছোট ভাই ছামিউল হক লাইজু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উস্বব, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশা সরকার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সোলাইমান হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, এরশাদ আলী, ইয়াকূব আলী প্রমূখ।
এসময় চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বলেন, গত ১০ বছর ধরে দলের সাথে আছি, সুখে দুঃখে নেতা- কর্মিদের জন্য কাজ করেছি। সেই সাথে আওয়ামী লীগের জাতীয় প্রোগাম, সভা সমাবেশ, মিটিং মিছিল করেছি। তাই হঠাৎ কেউ বসন্তের কোকিলের মত কেউ মনোনয়ন চাইবেন তা হতে পারেনা। তাই আসন্ন ইউ পি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন তাকেই দিবে বলে বিশ্বাস আবুল হোসেনের। দলের নেতা- কর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকার আহ্বান জানান আবুল হোসেন। প্রধান অতিথি জাকির হোসেন আবুল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে প্রস্তাব করে বলেন, তৃণমূল নেতা কর্মীরা চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আবুল হোসেনকে চায়।
এসময় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী সমস্বরে আবুল হোসেনকে একক প্রার্থী হিসেবে সমর্থন জানান। উল্লেখ্য বিগত নির্বাচনে আবুল হোসেন প্রার্থী হয়ে নেতৃবৃন্দের অনুরোধে সরে দাঁড়ান।