ফ্লোরিডায় অনুষ্ঠিত এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জনকারী ভারতীয় সুন্দরী অ্যাডলিন কোয়াড্রোস ক্যাসটেলিনো শান্তির দূত হতে চান।

কুয়েতে বেড়ে ওঠা ক্যাসটেলিনো প্রতিবেশী দেশ পাকিস্তানকে তিনি ভারতের পক্ষ থেকে শান্তি বার্তা পৌছে দিতে চান বলে আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন। খবর আরব নিউজের।
যদিও ওই বিউটি পেজেন্টের শুরু থেকেই দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় ছিলেন অ্যাডলিন। ২২ বয়সি ওই ভারতীয় সুন্দরী অ্যাডলিনের জন্ম কুয়েতে।
তিনি বলেন, তার অনেক পাকিস্তানি বন্ধু আছে। তিনি চান পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হউক।
এ ক্ষেত্রে তিনি শান্তির দূত হতে চান বলে জানান ওই গণমাধ্যমকে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com