
অমিত কর্মকার, লোহাগাড়া, চট্টগ্রাম ঃচট্টগ্রামের লোহাগাড়ায় খোরশেদা বেগম (৫০) নামে ৩সন্তানের জননীর আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের ডোঁয়ার পাড়ায় ৩ সেপ্টম্বর শুক্রবার অনুমানিক ৬টায় ঘরের ভিতর ছাদের বাঁশের সাথে গামছায় ঝুলে এ জননী আত্মহত্যা করেছে। খোরশেদা বেগম স্থানীয় জাফর আলমের স্ত্রী বলে জানা যায়। স্বামীর সাথে ঝগড়াকে কেন্দ্র করে অভিমানে আত্মহত্যা করেছে এ গৃহকত্রী। জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে গত ০২ সেপ্টম্বর বৃহস্পতিবার ঝগড়া হয়।
পদুয়া ইউপির স্থানীয় মেম্বার মো: লিয়াকত তাদের বিরোধ মিমাংশা করে দিয়েছেন। গৃহকত্রীর জামাতা (মেয়ের স্বামী) আবুল হোসেন জানান, শুক্রবার সকালে এ গৃহকত্রী আত্মহত্যা করেছে। তখন ঘরে কেউ ছিল না। গৃহকত্রীর পুত্র সাজ্জাদ সংবাদ পেয়ে ঘরে এসে দেখতে পায় মার সয়নকক্ষের দরজা ভিতর থেকে বন্ধ। কৌশলে ঢুকে দেখতে পায় তার মা ঝুলে আছে। পরে ঝুলন্তলাশ নামানো হয়। সংবাদ পেয়ে লোহাগাড়া থানার এস আই পার্থ সারথী ঘটনা স্থলে পৌঁছে। পরে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে। লাশ নেওয়া হয় পুলিশ হেফাজতে। স্বজনরা জানান, ৩সন্তানের এ জননী দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন।