অমিত কর্মকার লোহাগাড়া, চট্টগ্রাম ঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডায়াবেটিক হাসাপতালের সামনে গতকাল বিকেলে চট্টগ্রাম অভিমুখী মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী ২টি বন্ধুক, ৩টি কাতুর্জ, ১টি করে দা, ছুরি, ক্রিস, তালা কাটার, সাবাল ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়। আটক ডাকাতরা হল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা গ্রামের চরপাড়ার লোকমান (৩০) ও কর্ণফুলী উপজেলার জুলদা এলাকার মামুন (৩০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহামুদ জানান, আটক ২ ডাকাত উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া, এসআই সমশুদোহা, এসআই দুলাল বাড়ই ও এএসআই রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের সামনে মিনি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-১৯-৪২০০) গাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরী অস্ত্র, ৩রাউন্ড কাতুর্জ ডাকাতির প্রয়োজনীয় সরঞ্জামসহ ২ ডাকাতকে আটক হয়। এব্যাপারে লোহাগাড়া থানার অস্ত্র, পুলিশকে আঘাত ও ডাকাতি প্রস্তুতি আইনে পৃথক ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলায় এজাহার নামীয় আসামী ৫জন এবং অজ্ঞাতনামা আরো ৩জন। এজাহার নামীয় অপর ৩জনসহ অজ্ঞাতনামারা ঘটনাস্থল কৌশলে পালায়। আজ সকালে আটককৃত ডাকাতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
