সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি কোরবান আলী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ট্রাক চালক কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ট্রাক চালক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির, পৃষ্ঠপোষক সাখাওয়াত হোসেন সুমন খান, উপদেষ্টা মহসিন আলী, কোষাধ্যক্ষ মাসুদ রানা।
উল্লেখ্য যে, লালমনিরহাটের ২শত জনকে চাল ৫কেজি, ডাল ১কেজি, সয়াবিল তেল ১কেজি, চিনি ১কেজি, লবন ৫শত গ্রাম, আলু ৩কেজি, দুধ ১শত গ্রাম, সেমাই ২প্যাকেট, সাবান ১টি, মাস্ক ৫টি বিতরণ করা হয়।