মোঃ মাসুদ রানা রাশেদ: সারা দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদের মধ্যে প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়ও নির্মিত মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় শহীদ আফজাল মিলনায়তনে অনলাইনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন
লালমনিরহাট-০১ (হাতীবান্ধা, পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ।
পরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোট বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি ঘুরে দেখেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিরা। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।