শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃর্যাব-৫, সিপিসি-৩, এর অভিযানে দেশীয় চোলাই মদ সহ একজন আটক।
জয়পুরহাটের সদর উপজেলার উরি গ্রামের মোঃ বাবু মন্ডল এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ একজনকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ৮ টারদিকে জেলার সদর উপজেলার ইছাকপুর গ্রামের মৃত গোবিন্দ কর্মকারের ছেলে মাদক ব্যবসায়ী শ্রী রাবন কর্মকার (৫৮) কে উপরোক্ত পরিমান চোলাই মদ সহ হাতেনাতে করেন।
র্যাব অফিস জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে সদর থানায় মামলা দায়ের পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।