শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ র্যাবের অভিযানে ১০ জন পর্নো ভিডিও সরবরাহকারি আটক।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ, পিএসসি, কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সোমবার ২৫ এপ্রিল বিকাল সোয়া ৪ টা থেকে সারে ৫ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলওয়ে স্টেশন বাজার হতে ১১ টি সিপিইউ, ১৪ টি হার্ড ডিস্ক, ১১ টি মনিটর, ১১টি মাউস, ১১ টি কী বোর্ড ও বিভিন্ন ক্যাবলসহ পর্নোগ্রাফি (অশ্লিল) ভিডিও সরবরাহকারি ১০ জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন, ১। শ্রী রিবেন দাস(৩২), পিতা-শ্রী হিরালাল দাস, সাং-ভাটকুড়ি, ২। মোঃ আব্দুল মজিদ (৩০), পিতা-মোঃ বারেক আলী, সাং-কানচপাড়া, ৩। মোঃ নাজমুল হোসেন (৩০), পিতা-মোঃ ফেরদৌস মন্ডল, সাং-ভাটকুড়ি, সর্ব থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট ৪। মোঃ মোহসিন আলী (৪৫), পিতা-মৃত মোবারক আলী, সাং- লক্ষিকুল, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া, ৫। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা-মৃত আক্তারুজ্জামান, সাং-কাচারিপাড়া, ৬। মোঃ এখলাছ হোসেন (২৫), পিতা-মোঃ এনামুল হক, সাং-ভাতকুড়ি, ৭। মোঃ আব্দুস সালাম (২৮), পিতা-মৃত কফিল উদ্দিন, সাং-শবদলপাড়া, ৮। মোঃ মোহসিন আলী (৪৬), পিতা-মোঃ লসির উদ্দিন, সাং-তিলকপুর (পূর্ব বাজার), ৯। শ্রী সঞ্জয় বাবু (২৫), পিতা- শ্রী সন্তস চন্দ্র দেবনাথ, সাং-কানচপাড়া, ১০। মোঃ উজ্জল হোসেন (২৫), পিতা- মোঃ আব্দুস সেলিম খন্দকার, সাং-কানচপাড়া, সর্ব থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটদেরকে হাতেনাতে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে জেলার শান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com