মাহমুদুন্নবী সুমন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ (০৬) পিতা জসিম উদ্দিন (জুয়েল) গ্রাম উত্তর কেরোয়া হোসেন গাজী বেপারী বাড়ি। নামে একটি শিশু মৃত্যুবরণ করে।
ঘটনাটি গতকাল বৃহস্পতিবার আনুমানিক তিন ঘটিকায় রায়পুর মহাসড়কে খাইল্লাগো পোল নামক স্থানে হয়।
ঘটনার সময় ভিকটিমের পিতার খাইল্লাগো পোলের সামনের নিজ অটো গেরেজ থেকে জুনায়েদের জন্য চিপ আনতে যায়।
জুনায়েদ রাস্তার একপাশ থেকে বাবার কাছে দৌড় দিয়ে যাবার সময় বিপরিতগামী সাদা রঙের প্রাইভেট কারের ধাক্কায় যাহার নং
(ঢাকা মেট্রো গ-২৩-০৬২৯) ধাক্কায় গুরুতর আহত হয়।
সাথে সাথে তাকে রায়পুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্হার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক ইসমাত জেরিন। ঢাকায় নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়।
এই ব্যাপারে রায়পুর থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ঘটনাটি শুনেছি এবং সাথে সাথে এস আই জাহাঙ্গীর সাহেব কে পাঠিয়েছি প্রাইভেট কারটি আটক করা হয়েছে। যদি মামলা করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com