মাহমুদুন্নবী সুমন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইরি-বোরো মৌসুমে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে আমন ধানের দাম ভালো পাওয়ায় এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকছেন কৃষকরা। ইতোমধ্যেই উপজেলাজুড়ে লক্ষ্য মাত্রার প্রায় ৫০ ভাগ জমিতে ধান রোপন করা হয়েছে। শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোমড় বেঁধে মাঠে কাজ করছেন চাষীরা।
এদিকে বাজারে ডিজেল তেল ও কীটনাশক ঔষধের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে বিঘা প্রতি এক থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খাদ্যে উদ্বৃত্ত জেলার রায়পুর উপজেলায় চলতি মৌসুমে সাত হাজার পাঁচ শত আশি হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা নির্দ্ধারণ করেছে কৃষি বিভাগ।
ইতি মধ্যেই প্রায় ৫০ ভাগ জমিতে ধান রোপন করা হয়েছে। এবার উপজেলা জুঁড়ে জিরা, কাটারী, ৭৫, ৭১, ব্রি-৮১, ৮৯,২৮.২৯ ধানসহ অন্যান্য জাতের ধান রোপন করা হচ্ছে।

উপজেলার চরবংশী গ্রামের রুহুল আমিন,রহমান,খোরশেধ কৃষক অনিল চন্দ্র, চরমোহনা গ্রামের কৃষক রহিম সিকদার নুর।জানিয়েছেন,বাজারে আমন মৌসুমের ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন। আগের বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন যেমন ভালো হয়েছে তেমনি বাজারে দামও বেশ ভালো পেয়েছেন । ফলে সব মিলিয়ে এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে আছি, উৎপাদন ব্যায় থেকে শুরু করে বিক্রির সময় যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা তাদের সাহায্য করবো। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com