আশিকুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দলীয় নেতাকর্মীদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা রিয়াদ আহমেদ সরকার।

মঙ্গলবার (২৬ এপ্রিল, ২৪ রমজান) বিকালে বাদ আছর নরসিংদীর রায়পুরা উপজেলাধীন দৌলতকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াজ আহমেদ সরকার এর সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি ছিলেন:- রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন সহযোগি সংগঠনে প্রায় ৭ শতাধিক নেতাকর্মী এ ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বক আলোচনায় অতিথিরা বলেন, আমরা রায়পুরা উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ববরেণ্য ও স্বাধীনতা পদক প্রাপ্ত চিত্র শিল্পি শাহাবুদ্দীনের ভাতিজা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ কে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করলে বৃহত্তর রায়পুরা অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘ দিন পরে হলে একনায়কতন্ত্র থেকে মুক্তি পাবে বলে মত প্রকাশ করেন।
আলোচনা শেষে স্থানীয় মসজিদের পেশ ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।