ঢাকাসোমবার , ১৪ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে নতুন বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

350
Tanim Tv
জুন ১৪, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান (বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি) সাক্ষাৎ করেছেন। রোববার (১৩ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নতুন বিমানবাহিনী প্রধান তাকে এ পদে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি নতুন বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। তিনি করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ বিতরণ, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনে বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন, নতুন বিমানবাহিনী প্রধানের নেতৃত্বে দেশে ও বিদেশে বিমানবাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

তিনি বাংলাদেশ বিমানবাহিনীকে আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান। রাষ্ট্রপতি নতুন বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com