জাকির সিকদার, রাজাপুর প্রতিনিধি ঃঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুরের মোঃআমজেদ আলী খলিফা তার স্ত্রীকে নিয়ে বিদুৎ বিহীন খুপড়ি ঘরে বসবাস করেন।
বলাইবাড়ির কাছেই সাবেক ভাইসচেয়ারম্যান খালেক সিকদার ও আব্দুল হাই সিকদারের বাড়ির পাশে এই গরিবের ঘর-বাড়ি। সদর রাজাপুরে ৩ নং ওয়ার্ডে মামুন মেম্বারের বাড়ির দক্ষিণ দিকে মোকসেদ খলিফা বাড়ির আমজেদ খলিফার বসবাস। তার স্ত্রী বলেন মরার আগেই যদি সরকারের তালিকায় ঘর পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী কে প্রান খুলে দোয়া করতাম সবসময় ক্ষমতায় আসতে পারেন।
কেউ আসেনি এগিয়ে তার এই কস্টের বসবাস করা ঘরের প্রতি নজর দিতে।
বুড়ি নানী বললেন নানো দেহোনা মোগো একটা ঘর আইনন্যা দেতে পার নাহি মরার আগে যদি কারেন জ্বালাইয়া ভাল একখান ঘরে থাইক্কা মইররা যাইতে পারতাম হুনি বোলে সরকার ঘর দেয় মোরতো জাগা আছে মোরে একখান ঘর যদি দেতে।তাই যদি কেহ এই বুড়াবুড়ির ঘরের জন্য সাহায্যে এগিয়ে আসেন তাহলে যোগাযোগ করুন।মোবাইলঃ০১৭২০৫৮৬০৫৫
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com