ঢাকারবিবার , ৪ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

রাজধানীতে হাজারের বেশি লোককে ২৮ লাখ টাকা জরিমানা

350
Tanim Tv
জুলাই ৪, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলা এক সপ্তাহের কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ঘর থেকে বের হয়ে জরিমানা গুনলেন হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রায়ে সাড়ে তিনশ পথচারীর কাছ আদায় করা হয়েছে ১০ লাখ টাকা। আর ৭৬১টি গাড়ির চালককে জরিমানা করা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা।

শনিবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়।

পুলিশ জানায়, সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যে ঘর থেকে বের হয়ে যারা সন্তোষজনক জবাব দিতে পারছেন না তাদের জরিমানা ও গ্রেফতারের আওতায় আনা হচ্ছে। শনিবার সারাদিনে রাজধানীতে মানুষ ও গাড়ি মিলিয়ে প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।

এদিন সকাল থেকে রাজধানী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৩৪৬ জনকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি বিভাগ। তাদের কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর ডিএমপি ট্রাফিক পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদে গাড়ি নিয়ে বের হয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় ৭৬১টি গাড়িকে জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব গাড়ির চালককে ১৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এর আগে গেল শুক্রবার বিধিনিষেধ উপেক্ষা করে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার ও ২০৮ জনকে জরিমানা করা। একই দিনে ট্রাফিক বিভাগের পুলিশের অভিযানে ৬৮টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com