রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ছিনতাইকারীদের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোবাইল ফোন ছিনতাইয়ের সময় বাধা দিতে গেলে ধস্তাধস্তি হলে বাঁশ দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপন (৪৮) নামে ওই ব্যক্তি। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর রোডের ইউলুপের নিচে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই হাসমত আরও বলেন, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মাথার পেছনে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
নিহতের ভাগনে পারভেজ বলেন, আমার মামার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি মধ্যবাড্ডার বেপারীপাড়ায় ভাড়া থাকতেন। তিনি ভিক্টর পরিবহনরে চালক ছিলেন।