রাজধানীর কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে পুষ্প আক্তার মনি (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মায়ের বকাঝকায় অভিমান করে ওই কিশোরী এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

সোমবার (৭ জুন) দুপুর ২টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কিশোরীর মা ময়না বেগম ও আলী হোসেন বাবা বলেন, আমাদের মেয়ে ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। প্রতিদিন ঘুম থেকে দেরি করে ওঠায় দুপুর ১টার দিকে তাকে বকাঝকা করা হয়। অভিমানে সে বাসায় নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিংয়ের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।