রাজধানীর যাত্রাবাড়ীতে বিষপানে অপর্ণা সরকার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (৯ অগাস্ট) রাতে সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মিলন চন্দ্র সরকার বলেন, অপর্ণা আমার বাড়িতে থেকে যাত্রাবাড়ীর একটি স্কুলে লেখাপড়া করতো। তবে কী কারণে সে বিষপান করেছে সে বিষয়ে কিছু বলতেও পারছি না।
তিনি জানান, অপর্ণার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়। বাবার নাম মৃদুলকান্তি সরকার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com