রাজধানীর গুলশানে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবুল মিয়া (৪৫) নামের ঠেলাগাড়িচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ জুন) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী সবুজ মিয়া বলেন, ‘কোকা কোলা মোড় এলাকায় ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে আমরা কয়েকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com