রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে পেটে ছুরিকাঘাত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২২ বছর। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হরি চাঁদ বলেন, ‘খবর পেয়ে ভোরেরদিকে শ্যামপুর হাইস্কুল রোডের বেলতলা গলি এলাকায় যাই। গিয়ে দেখি একটি বাসার সামনে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ওই তরুণের মরদেহ পড়ে আছে। তার পেটে ছুরিকাঘাত রয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারিনি। ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিআইডিকে ঘটনা জানানো হয়েছে। নিহতের ফিঙ্গারপ্রিন্ট ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’