রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার এ্যাংঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা দিকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এম আবু রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যাই। পরে একটি নির্মাণাধীন ভবনের লোহার এ্যাংঙ্গেলের সঙ্গে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।