রাজধানীর কারওয়ান বাজারে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তেজগাঁ থানা পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

মঙ্গলবার (২২ জুন) রাত পৌনে ৫টার দিকে ফুটপাত থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে কাওরান বাজারের ফুটপাত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ওই লোক কাওরান বাজার এলাকায় ভবঘুরে ও ভিক্ষাবৃত্তি করতেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com