ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

রণবীরকে মুক্ত হস্তে পোশাক দান করছে মানুষ!

350
তানিম টিভি
জুলাই ২৭, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পোশাক ছাড়া ফটোশুট করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। গুটিকয়েক প্রশংসা জুটলেও কটাক্ষের ভিড়ে সেগুলো ম্লান। কদিন আগেই তার বিরুদ্ধে ‘নারীদের ভাবাবেগে’ আঘাতের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এবার রণবীরের জন্য মুক্ত হস্তে পোশাক দানের আয়োজন দেখা গেল। ভারতের ইন্দোরের কিছু মানুষ একটি বাক্সে পোশাক দান করছেন রণবীরের জন্য। একটি এনজিও-র উদ্যোগে এই পোশাক দান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, রণবীরের নগ্ন ফটোশুটের ছবিটি ফ্রেমবন্দি করে একটি বাক্স বানানো হয়। সেটাতে লেখা রয়েছে, ‘সমাজের মানসিক জঞ্জাল’। ওই বাক্সে অনেককেই পোশাক দান করতে দেখা গেছে।

উল্লেখ্য, ব্যতিক্রম-উদ্ভট পোশাক পরার জন্য প্রায়শ সমালোচিত হন রণবীর সিং। যদিও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছেমতো সাজেই হাজির হন তিনি। তবে সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য একেবারে নগ্ন হয়ে ফটোশুট করেন তিনি। গত ২১ জুলাই সেই ছবিগুলো ভাইরাল হয় অন্তর্জালে।

যদিও নগ্ন হওয়া নিয়ে রণবীরের কোনো অসঙ্কোচ নেই। তিনি বলেছেন, ‘শারীরিকভাবে নগ্ন হওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

রণবীরের এই নগ্ন ফটোশুটের কথা তার স্ত্রী দীপিকা পাডুকোনও জানতেন। এমনকি ছবিগুলো ইন্টারনেটে প্রকাশের আগেই তিনি দেখেছেন এবং স্বামীকে সমর্থন দিয়েছেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com