যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। অন্য পাঁচজন উপসর্গে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে পজিটিভি হয়েছেন আরও ৩১১ জন।
সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ।
ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, করোনা রোগীদের জন্য নির্ধারিত রেড ও ইয়েলো জোনে মোট ২২৮ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেড জোনে ভর্তি রয়েছেন ১৬২ এবং ইয়েলোতে ৬৬ জন।