হারিয়ে যাওয়া শিশু ফাতেমা (১২) তার মা-বাবাকে খুঁজছে। সে এখন পুলিশের তত্ত্বাবধানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশ জানায়, ফাতেমার গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। উচ্চতা ৪ ফিট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে হলুদ ও কমলা রঙ্গের মিশ্রণের ত্রি-পিস ছিল।
মঙ্গলবার (৮ জুন) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্ক এলাকায় কান্নারত অবস্থায় শিশুটিকে পেয়ে সূত্রাপুর থানায় নিয়ে আসেন ডিউটিরত এক পুলিশ সদস্য। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তার বাবার নাম মো. সোলাইমান ও মায়ের নাম-রাবেয়া বলে জানায়। পরবর্তীতে পুলিশ শিশুটিকে নিরাপদ হেফাজত এবং কাউন্সিলিংয়ের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। এ বিষয়ে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শিশুটির স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
অথবা ০১৭৪৫-৭৭৪৪৮৭ (ডিউটি অফিসার), ০২৪৮১১৮৫৪২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।