ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মাদারীপুরে ডাসার উপজেলা সদরদপ্তরের স্থান নির্ধারণ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন।

350
Tanim Tv
সেপ্টেম্বর ৬, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল গেজেট অনুযায়ি দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেন নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ। এ সময় তারা দ্রুত সরকারের গেজেট অনুযায়ি নবগঠিত ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, কালকিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোদুল কাজী, কাজীবাকাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীা।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই কালকিনি উপজেলার বালিগ্রাম, ডাসার কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন ভেঙ্গে গঠন করা হয় ডাসার উপজেলা। ৫টি ইউনিয়নের ৮৭ মৌজার নিয়ে গঠিত ডাসার উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গ কিলোমিটার-এর জনসংখ্যা ৭১ হাজার ৪শ’ ৯৪ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। ২০১২ সালের ২রা ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত করা হয়। পরবর্তীতে ডাসার থানাকে উপজেলায় রূপান্তরের পদক্ষেপ নেয় প্রশাসন। ২০১৭ সালের ২০ নভেম্বর নিকার বৈঠকে ডাসার থানাকে উপজেলায় উন্নতিকরণ করার কথা থাকলেও অনুমোদন হয়নি। পরে চলতি বছরের ২৬ জুলাই ডাসার উপজেলা হিসেবে ঘোষণা দেয় প্রশাসনিক পুর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। পরে ২৯ জুলাই পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় প্রশাসনিক সব অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। দ্রুত এই প্রজ্ঞাপন অনুযায়ি নির্ধারিত স্থানে উপজেলার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে ডাসার উপজেলাবাসী।
একই সাথে সদরদপ্তর উপজেলার মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মুলফটকের সামনে রবিবার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ডাসার উপজেলা সদরদপ্তর বরিশালের গৌরনদী ও মাদারীপুরের ডাসারের সীমান্ত বর্তী স্থানে নির্মান না করে বরং ভুরঘাটা- শশিকর অথবা পাথুরিয়ারপাড়- শশিকর রাস্তার পাশে নির্মান করার দাবী করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, বালীগ্রাম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার, নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কাজী হেমায়েত উদ্দিন,ডাসার ইউপি আওয়ামীলীগ সভাপতি মাসুদ হোসেন খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com