কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে পানি বৃদ্ধির ফলে নদী ভাঙ্গনের কবলে পড়েছে রাস্তাঘাট বসতভিটা ও ফসলি জমি ভাঙ্গন হুমকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয় বসতবাড়ি মসজিদ কবরস্থান সহ হাট-বাজার গেল মাসে কলাতলা সেরওয়াল অংশে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে , আড়িয়াল খাঁ নদে ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডে কিন্তু ভাঙ্গনের তীব্রতায় জিও ব্যাগসহ নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছেনা।
নদী ভাঙ্গন, ভাঙ্গনের তীব্রতায় হুমকির মুখে রয়েছে বহেরাতলা বাজার স্কুল-কলেজ কলাতলা বাজার রাস্তাঘাটসহ দশটি গ্রাম, ভিটে মাটি, জমি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন ভাঙ্গন কবলিতরা, প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ওই জমিতে ধান পাট মেছতা আখ সহ বিভিন্ন ফসল ফলান হয়েছিল,ভাঙ্গন প্রতিরোধে দ্রুত জিও ব্যাগ ফালানোর পাশাপাশি এলাকায় দ্রুত বেরিবাধ নির্মাণের দাবি জানান ভাঙ্গন কবলিতরা, আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন প্রতিরোধ স্থায়ী নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পার্থ প্রতিম সাহ, তিনি বলেন আসলে আমাদের মুল কাজটা শুরু হবে, চেষ্টা করেছিলাম আমাদের যে পরিমাণ বস্তুর প্রথমে অনুমতি দিয়েছিল সেই পরিমাণ নির্ধারণ করে দিয়েছি আরো হাজার পাঁচেক দেয়া হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com