ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদারিপুরে সড়ক দূর্ঘনায় ঘটনা স্থানে মৃত্যু -২ আহত ৩! ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ। 

350
Tanim Tv
সেপ্টেম্বর ৫, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার কর্নপাড়া নামক স্থানে ঈগল পরিবহন ও অটোভ্যান সংঘর্ষে ঘটনায় ঘটনা স্থানে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। আহদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসি ও নিহত পরিবারের লোকজন ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ রেখে আন্দোলন করেন এবং কয়েকটি গাড়ী ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে পুনরায় যানচলাচল স্বাভাবিক করেন।  শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ,সরেজমিনও নিহত পরিবার সুত্রে জানাযায়, একটি অটোভ্যান চালক যাত্রী নিয়ে ভাংগাব্রীজ ষ্টান থেকে কর্নপাড়া রওনা দেন।অন্যদিকে ঢাকা থেকে বরিশালের উদ্দের্শে ছেরে আসা ঢাকা মেট্রো-ব-১৪-৭২৩৫ ঈগল পরিবহন ঢাকা-বরিশাল মহাসড়ক মাদারীপুরের ডাসার উপজেলার কর্নপাড়া নামক স্থানে এসে অটোভ্যানটিকে পিছন থেকে চাপা দিয়ে প্রায় ৫শত মিটার ছেচরে নিয়ে যান এবং অটোভ্যানটি দুটি অংশে বিভক্ত হয়ে যায়। এ সময় ঘটনা স্থানে কর্নপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে ভ্যান চালক মোঃ শুকুর আলী(৩০) ও বালিগ্রামের বড় ধানুয়া গ্রামের জোরাল বেপারীর ছেলে (যাত্রী) মোঃ আমির বেপারী(৪০) নামে দুজন মারা যান।
এ সময় কর্নপাড়া গ্রামের নির্মল হালদারের ছেলে লিটু হালদার ও চিত্র হালদারের ছেলে স্বপন হালদার মারাত্তক ভাবে আহত হন। পরে স্থানীয় এলাকাবাসি আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন, তবে আহত দুজনের অবস্থা মারাত্মক বলে জানান কর্তব্যরত ডাক্তার।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা ও এলাকাবাসি ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে আন্দোলন করেন এবং ৫/৭টি গাড়ী ভাংচুর করেন।
পরে খবর পেয়ে কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,ডাসার থানা পুলিশ ও মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে পুনরায় মহাসড়কের যানচলাচল সাভাবিক করেন।
এ সময় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক সাংবাদিকে বলেন, আইনের প্রতি আমাদের সকলের সচেতন হতে হবে। প্রতিটি গাড়ি চালকদের অবশ্যই যোগ্যতা যাচাই বাচাই করে ড্রাইভিং লাইসেন্স দেয়া উচিত।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহতদের এলাকাবাসির সহযোগীতায় উদ্ধার হাসপাতালে পাঠাই। নিহত ভ্যানচালকের লাশ তার স্বজনরা তাৎক্ষনিক বাড়িতে নিয়ে যান এবং নিহত অপর জনকে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করি।বর্তমানে যানচলাচল স্বাভাবিক ও ঈগল পরিবহনটি পুলিশের হেফাজতে রয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com