মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর স্লুইসগেট সংলগ্ন পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কে আজ ২৯জুৃলাই দুপুর অনুমান ১২ঃ০০ ঘটিকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল আরোহী মোছাঃখাদিজা(২৪)ঘটনাস্থলেই মারা গেছেন।নিহতের স্বামী মোঃ স্বাধীন মল্লিক প্রবাসী।মহিলার স্বামী স্বাধীন মল্লিক এর বাড়ি রাহাতপুর গ্রামে।

স্বাধীনের বড় ভাই মোঃ জামাল মল্লিক রাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনার সময় খাদিজার কোলে থাকা কন্যা শিশু পাশের ধান ক্ষেতে গিয়ে আছড়ে পড়ায় অক্ষত রয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com