জাহেদ হোসেন:কক্সবাজার সদরের খুরুষ্কুল ইউনিয়নের গাজীর ডেইল নিবাসী মরহুম আলতাজ মেম্বারের সহধর্মীনি জনাবা গুলচেমন আরা গতকাল(১৪ জুলাই) দুপুর ১২-৩০ মিনিটের সময় নিজ বাসভবন এ ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালীণ সনয়ে উনি ছয় ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টায় গাজীর ডেইল কবরস্থান মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা বিলম্বিত হওয়ার কারণ সম্পর্কে মরহুমার বড় ছেলে বিশিষ্ট সমাজ সেবক জাফর আলম আমাদের প্রতিনিধিকে জানান, তার ভাইরা বিদেশে থাকেন। তারা বিমান যোগে চট্টগ্রাম পৌঁছে সেখান থেকে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছাবেন। সেই কারণেই জানাজা বিলম্বিত হচ্ছে এমনটাই জানিয়েছেন।
উনার ছয় ছেলেদের মধ্যে বড় ছেলে জাফর আলম একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক,মেঝ ছেলে হাফেজ মৌলানা শাহ আলম, তৃতীয় ছেলে খোরশেদ আলম সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। চতুর্থ ছেলে মাস্টার নুরুল আলম সহকারী প্রধান শিক্ষক এস কে মডেল হাই স্কুল,৫ম ছেলে ফরিদুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ার অনার্স মাদ্রাজ,মাস্টার্স (ইউ কে) লন্ডন প্রবাসী,ছোট ছেলে রাশেদুল আলম এম বি এ চট্টগ্রাম ইউনিভার্সিটি ডাবল এম বি এ ইউ কে লন্ডন, বর্তমানে পদ্না অয়েল কোম্পানির মার্কেটিং অফিসার। বলতে গেলে উনি একজন রত্ন গর্ভা মা।
উনার মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। এলাকার সকলেই মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com